ইউক্রেনের দুই শহর মারিওপোল ও হুলিয়াপোল থেকে সাড়ে চার হাজারের বেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।
বুধবার তাদের সরিয়ে নিতে সাতটি ‘মানবিক করিড়র’ ব্যবহার করা হয়েছে বলে সামাজিকমাধ্যমে জানান ভেরশেচুক। খবর আনাদোলু নিউজ।
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, সরিয়ে নেওয়া চার হাজার ৫৫৪ জনের মধ্যে দুই হাজার ৯১২ জন তাদের ব্যক্তিগত গাড়িতে করে জাপোরিজিয়া শহরের উদ্দেশ্যে মারিওপোল ত্যাগ করেছেন।
এ ছাড়া বিভিন্ন শহরে ৬০ টন মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এক মাস ধরে ইউক্রেনের ওপরে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। মস্কোর ওপরে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কঠোর আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষোভের সম্মুখীন হয়েছে রাশিয়া।
জাতিসংঘের শরনার্থী সংস্থার মতে ৩৬ লাখেরও বেশি মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশি দেশগুলোতে সরে গেছে।