ভোলার বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধেকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে।
উপজেলার দেউলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই বৃদ্ধের নাম মোছাদ্দেক। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
হাসপাতালে শয্যাশায়ী মোছাদ্দেক জানান, মান্নান গংদের সঙ্গে আমাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এর আগে মান্নান গংরা কয়েকবার মোছাদ্দেকের জমি ও বাজার ভিটার ঘর দখল করতে চেয়েছিল।
সেসময় স্থানীয় লোকজন ও থানা পুলিশের হস্তক্ষেপে কিছু করতে পারেনি।
এর ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজ পড়ে মোছাদ্দেক তার দোকানে আসলে মান্নান তার ছেলে শাহিন মোল্লা ও শামীম মোল্লাসহ অজ্ঞাত ৫-৬ জন দোকানে ঢুকে রশি দিয়ে মোছাদ্দেককে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।
এ সময় তারা দোকান থেকে ২ লাখ টাকা নিয়ে যায়।
পরে মোছাদ্দেকের অবস্থা খারাপ হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত মান্নানের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।