ভিন্ন ধরনের গল্পে অনবদ্য অভিনয়ের কারণে নাটকপ্রেমী দর্শকসহ সবধরনের দর্শকের প্রশংসায় ভাসছেন নিলয় আলমগীর-মিতিল জুটি।
কাজী শাহিদুল ইসলাম রচিত ও সম্রাট জাহাঙ্গীর পরিচালিত গ্রামের প্রেম ভালোবাসানির্ভর গল্পের নাটক ‘প্রেম কলঙ্কেও মালা’নাটকে অভিনয়ের জন্য নিলয় ও মিতিল দর্শকের প্রশংসার ভাসছেন।
নাটকটি গেল ভালোবাসা দিবস উপলক্ষে নিলয় আলমগীরের নতুন ইউটিউব চ্যানেল নাফ নিলয় আলমগীর ফিল্মসে প্রকাশ হয়েছে।
প্রকাশের পর থেকেই গল্প এবং বিশেষত নিলয় ও মিতিলের অনবদ্য অভিনয়ের কারণে নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।
এরইমধ্যে নাটকটি নতুন ইউটিউব চ্যানেলে ১৫ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। প্রতিদিনই নাটকটির ভিউ বেড়েই চলেছে।
প্রতিনিয়ত নানান মাধ্যমে নিলয় ও মিতিল নাটকটিতে অভিনয়ের জন্য যেমন সাড়া পাচ্ছেন ঠিক তেমনি দর্শকের কাছ থেকে দুজনের জুটি হয়ে কাজ করার জন্যও বিশেষভাবে অনুরোধ আসছে।
এ প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, আমি আর মিতিল প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করি সালাহ উদ্দিন লাভলু ভাইয়ের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রিয়দিন প্রিয় রাতে।
এ নাটকে অভিনয়ের জন্যই বেশ সাড়া পেতে শুরু করি। পরবর্তীতে বোয়াল মাছের মাথা-নাটকে অভিনয় করেও অভূতপূর্ব সাড়া পাই আমরা দুজন।
তবে প্রেম কলঙ্কের মালার জন্যও অনেক সাড়া পেতে শুরু করি।
ভালোবাসা দিবসের পর থেকে এখন পর্যন্ত প্রতিদিনই নাটকটির জন্য সাড়া পাচ্ছি। যেহেতু সব সময় কমেডি ঘরানার কিংবা শহুরে গল্পের নাটকে কাজ করা হয়ে থাকে।
দর্শকের অনুরোধেই জুটি হয়ে গ্রামীণ পটভূমিতে প্রেমের গল্পের নাটকে আমরা দুজন এবার অভিনয় করেছি। মিতিলও ভালো করার চেষ্টা করেছে।
মিতিল বলেন, প্রেম কলঙ্কের মালা-র জন্যও যে এতো সাড়া পাব, বুঝতে পারিনি। দিন যতো যাচ্ছে দর্শকের কাছ থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি।
গল্পটা অনেক ভালোলাগারা মতো, তাই দর্শকও নাটকটি দেখছেন। আর সহশিল্পী হিসেবে নিলয় আলমগীর ভীষণ সহযোগিতা পরায়ণ।
একটি দৃশ্যে অভিনয় করার আগে আমরা দৃশ্যটি বেশ ভালোভাবে বুঝে নিয়ে চর্চা করে অভিনয় করি।
নিলয় আলমগীর জানান, এরই মধ্যে তারা দুজন মেহেদী হাসান হৃদয়ের ‘ঘরের কথা’নাটকে অভিনয় করেছেন।
সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় ‘বোয়াল মাছের মাথা’সিক্যুয়াল নাটকও প্রস্তুত প্রচারের জন্য। ২০১৪ সালের সেরা নাচিয়েতে টপ সেভেনে ছিলেন মিতিল।