ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি মাতৃসদন হাসপাতালে সন্তান জন্মদানের অপেক্ষায় দুই নারী।
রুশ বাহিনীর হামলার মুখে গর্ভবতী মায়েদের নিরাপত্তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজধানীর এই হাসপাতাল।
হাসপাতালের বেজমেন্টকেই জরুরি আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।
বেজমেন্টে সাধারণত লকাররুম ও করিডোর থাকে।
সেখানেই কিছু বিছানা-বালিশ-কাঁথা বিছিয়ে কোনোভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে কেউ কেউ বাচ্চার জন্ম দিয়েছেন।
চলমান যুদ্ধের মধ্যেই অস্থায়ী এই আশ্রয়কেন্দ্রে নিজের প্রথম বাচ্চার জন্ম দিয়েছেন কাতেরিনা সুহারোকোভা।
দেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে ৩০ বছর বয়সি এই মা বলেন, আমি বেশ ভয়ে ছিলাম।