ভালোবাসা দিবস উপলক্ষে সারাদেশে ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’।
এ সিনেমার মাধ্যমেই প্রথম একসঙ্গে কাজ করার সুযোগ পেলেন অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।
সিনেমাটির পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘করোনার কারণে মুক্তি দিতে পারিনি। কিন্তু সবকিছু চূড়ান্ত ছিলো আমাদের।
তবে এবার করোনা পরিস্থিতির অবনতি হলেও আর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি পেছানোর সুযোগ নেই।
যেহেতু প্রেক্ষাগৃহগুলো কোভিড নিয়মনীতি মেনেই চলছে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।
সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা।
সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।
এর পরে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’তে এই জুটি অভিনয় করেন, যা এরই মধ্যে প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে মুক্তি পেয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে দিয়ে যাত্রা শুরু করেছিলেন অপু বিশ্বাস।
অন্যদিকে ২০১২ সালে শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় বাপ্পীর।