আলোচিত চিত্রনায়িকা পরীমণির ফেসবুকের ফলোয়ার দেড় কোটি পেরিয়েছে।
সোমবার এ মাইলফলক স্পর্শ করে পরীমণির ফেসবুক পেজ।
তার বর্তমান ফলোয়ার সংখ্যা এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন।
পরীমণির ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, সেখানে তার বর্তমান ব্যক্তিজীবনের নানা স্থিরচিত্র।
বর শরীফুল রাজের সঙ্গে তার দাম্পত্য জীবনের নানা মুহূর্ত শেয়ার করছেন তিনি সেখানে।
ভক্তরাও প্রিয় তারকার আপডেট পেতে লাইক ও কমেন্ট করছেন।
চলচ্চিত্র তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় পরীর পরে রয়েছেন নায়িকা পূর্ণিমা। তার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ।
অপু বিশ্বাসের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্য ৮৭ লাখ। এছাড়া জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার ৫৬ লাখ।
সম্প্রতি বিয়ের পর অন্তঃসত্বা পরী নিজের ও অনাগত সন্তানের কথা ভেবে শুটিং ও শিল্পী সমিতির ভোট দিতে যাননি।