রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে।
আহত হয়েছে মোটরসাইকেলে আরোহী আরও দুই কিশোর।
শুক্রবার রাত ৮টার দিকে গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. লিমন (১৭)। উপজেলার বিদিরপুর মাদ্রাসা মোড় এলাকায় তার বাড়ি। বাবার নাম লুৎফর রহমান।
আহত দুজন হলো-একই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. সবুজ (১৬) এবং জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলা (১৭)।
দুর্ঘটনায় হতাহত এ তিনজন বন্ধু এবং প্রত্যেকেই দশম শ্রেণির ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তিন বন্ধু মোটরসাইকেলে যাচ্ছিল।
তখন গোদাগাড়ীর বিজয়নগর-মাটিকাটা ভিতরপাস সড়কের কাঁঠালতলা এলাকায় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই চালক লিমন নিহত হন। অন্য দুজনকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেছেন। এ দুজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।
ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছেন। তবে ট্রাকটি পুলিশের হেফাজতে আছে।
নিহত কিশোরের পরিবার যেভাবে চাইবে, সেভাবেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।