নারায়ণগঞ্জ বন্দর এলাকার ৪৬ নং কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
কেন্দ্রের বাইরে সকাল থেকে দাঁড়ানো ভোটারদের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
দুপুরে একপর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে ভোটারদের বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
একপর্যায়ে শৃঙ্খলা ফেরাতে পুলিশ কেন্দ্রের ভেতর থেকে ভোটারদের সাময়িকভাবে সরিয়ে দেয়।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, সার্ভারের ধীর গতির কারণে ভোটগ্রহণে সমস্যা হচ্ছে।
এ কারণে ভোট গ্রহণে দীর্ঘ সময় লাগছে। কেন্দ্রটিতে এখনো ভোটগ্রহণ বন্ধ রয়েছে।