দেশে করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় স্থগিত করা হয়েছে বহুল প্রতীক্ষিত বিগ বাজেটের “শান” চলচ্চিত্রের মুক্তি।
শুক্রবার (৭ জানুয়ারি) ছবিটির মুক্তির কথা থাকলেও তা করা হচ্ছে না বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রডাকশন।
পরিস্থিতি স্বাভাবিক না হলে এটি আপাতত মুক্তি পাবে না বলেও বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম ও পূজা।
পূজা বলেন, “আসলে পরিস্থিতি নিয়ে কিছু বলার নেই। আমি অনেকদিন ধরেই ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করছি। কাল রাতে (৪ জানুয়ারি) এতে বড় অনুষ্ঠান করে আজই জানলাম, এটা স্থগিত করা হয়েছে।”
পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা।
সিয়াম আহমেদ এবং পূজা চেরি ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, সৈয়দ হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটি সাজিয়েছেন আজাদ খান।