টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ পেলো বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটেই এটি বাংলাদেশের প্রথম জয়।
বুধবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে প্রথম টেস্টের শেষদিনে ৮ উইকেটের বড় জয় পায় টাইগাররা।
কিউইদের দেওয়া ৪০ রানের টার্গেট, ২ উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছে যায় বাংলাদেশ।
৫ উইকেটে ১৪৭ রান নিয়ে আজকের খেলা শুরু করে নিউজিল্যান্ড।
তবে এবাদত-তাসকিনদের তোপে বেশিদূর এগোতে পারিনি নিউজিল্যান্ড, দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যায়।
৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন পেসার এবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট।
প্রথম ইনিংসে ১৩০ লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের।
এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করে ১৩০ রানের লিড নেয়। এ জয়ে ফলে ১-০ তে এগিয়ে রইল বাংলাদেশ।