জনপ্রিয় ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমসের দায়ের করা মামলায় দেশের অন্যতম বেসরকারি টেলিকম অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাসসহ (সিইও) শীর্ষস্থানীয় ৫ কমর্কর্তার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
দেশের অন্যতম দৈনিক ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আগামী ৩ ফেব্রুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করেন।
অভিযুক্ত বাকিরা হলেন- চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান, হেড অব ভ্যাস অনিক ধর এবং চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসি।
অনুমতি ছাড়াই বিভিন্ন জনপ্রিয় গান ব্যবহারের অভিযোগে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনে গত ১০ নভেম্বর আদালতে হাজির হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন জেমস।
মামলায় বাংলালিংকের বিরুদ্ধে অনুমতি ছাড়া কলার টিউন, ওয়েলকাম টিউন ও বিজ্ঞাপনে নগরবাউল জেমসের ছয়টি গান ব্যবহারের অভিযোগ আনা হয়।
ওই মামলা আমলে নিয়ে ৩০ নভেম্বরের মধ্যে বাংলালিংকের কর্মকর্তাদের হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। পরে তারা আত্মসমর্পণ করে জামিন নেন।
গত ১৯ সেপ্টেম্বর বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে যান জেমস। তবে সে সময় মামলা নিতে অস্বীকৃতি জানায় আদালত।
একইসঙ্গে গুলশান থানায় যাওয়ারও পরামর্শ দেন আদালত। তবে পুলিশ এ মামলা নিতে অস্বীকৃতি জানায়।