কোভিড আতঙ্কে পিছিয়ে গিয়েছে শাহিদ কপূর অভিনীত ‘জার্সি’ ছবির মুক্তি।
ভারতে বাড়তে থাকা ওমিক্রন উদ্বেগের মাঝে প্রেক্ষাগৃহ থেকে মুখ ফেরাচ্ছেন মানুষ।
এমন পরিস্থিতে জল্পনা ছিল, স্থগিত রাখা হতে পারে ‘আরআরআর’ ছবির মুক্তি।
কিন্তু পরিচালক রাজামৌলি জানিয়ে দিয়েছেন, নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে রাম চরণ, জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাট অভিনীত এই ছবি।
গত বছরের ৩০ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু সেই সময়ে লকডাউনের কারণে শুট পরবর্তী কাজগুলি সম্পন্ন করা যায়নি।
তবে এ বার এমন কোনো পদক্ষেপ করতে নারাজ ছবির নির্মাতারা।
দর্শকদের আর অপেক্ষা না করিয়ে প্রেক্ষাগৃহে এই ছবি আনতে চলেছেন তারা।