সংগীতাঙ্গনের প্রিয়মুখ হৃদয় খান ও প্রত্যয় খান।
গায়কীর পাশাপাশি তারা দুই ভাই সুরকার এবং সংগীত পরিচালক হিসেবেও সফলভাবে কাজ করছেন।
এই দুই ভাইকে এক অনুষ্ঠানে হাজির করেছে দীপ্ত টেলিভিশন।
অনুষ্ঠানটির নাম ‘দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প’। সাইফুর রহমান সুজনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নীল হুরেরজাহান।
এটি ৩১ ডিসেম্বর রাত ১০টা ৪০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে।
তারকা ভাইবোনদের খুনসুঁটি, আনন্দ, ভালোবাসার গল্প, আড্ডা নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
এতে উপস্থিত হওয়া প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘আসলে টিভির অনুষ্ঠানে গান ছাড়া কম যাওয়া হয়।
তবে এ অনুষ্ঠানের পরিকল্পনা পছন্দ হওয়ায় এতে হাজির হয়েছি।
আমাদের দুই ভাইয়ের বোঝাপড়া, কাজ এবং নানা বিষয়ের স্মৃতিচারণা করেছি। আশা করছি অনুষ্ঠানটি দর্শকের ভালোলাগবে।’
এদিকে নতুন গানের কাজ নিয়ে দুই ভাই-ই ব্যস্ত সময় কাটাচ্ছেন।
চলতি মাসের শেষ দিন হৃদয় খানের একটি নতুন গান প্রকাশ হচ্ছে।
অন্যদিকে প্রত্যয় খানও অডিওর পাশাপাশি স্টেজ অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন।