ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে মহামারি করেনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বাড়ায় রাজ্যজুড়ে মধ্যরাতে কারফিউ জারি করা হয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন, মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কার রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে রাতের বেলা কারফিউ ফিরিয়ে আনা হবে।
এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার বুস্টার ডোজ কার্যকর বলে জানিয়েছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যাব গবেষণার তথ্য উদ্ধৃত করে তারা এ তথ্য জানায়। বৃহস্পতিবার (২৩শে ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তাদের গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ দেওয়ার পর ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা বাড়ে।
বিশেষ করে করোনায় আক্রান্ত হওয়ার পর অথবা প্রাকৃতিকভাবে সুস্থ হওয়ার পরে যে অ্যান্টিবডি তৈরি হয় তার চেয়ে বেশি।
কোম্পানিটি জানায়, ডেল্টার বিরুদ্ধে দুই ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার পর যে রকম সুবিধা পাওয়া যেত ওমিক্রনের বিরুদ্ধে তিন ডোজ দিলে একই সুবিধা পাওয়া যাবে।
অন্যদিকে, ওমিক্রন প্রতিরোধে নতুন সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের মন্ত্রিপরিষদ। দেশটিতে প্রবেশ করা যাত্রীদের ৪৮ ঘন্টা আগে পিসিআর টেস্টের সনদ নিতে হবে।
আগে এই সময় ছিল ৭২ ঘন্টা। এছাড়াও ১০ দিনের জন্য হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ।
ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।
এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে।
তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেল্টা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে।
গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।