হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধানসহ ১৩ জন নিহত হওয়ার পর সেই হেলিকপ্টারের ব্ল্যাকবক্স উদ্ধারের কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজানাথ সিং।
তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা কঠিন হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে ভারতীয় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, অবতরনের জন্য সমতল জায়গা না পেয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে হেলিকপ্টারটি।
আর এতেই হেলিকপ্টারের জ্বালানির ট্যাঙ্কার ভেঙ্গে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা তাদের।
দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি হলেন হেলিকপ্টারের পাইলট এয়ার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।
তার অবস্থাও আশঙ্কাজনক, রাখা হয়েছে লাইফ সাপোর্টে। প্রতিরক্ষামন্ত্রী জানান, তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এদিকে আজ তামিলনাড়ুর ওয়ালিংটন থেকে দিল্লিতে আসছে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের মরদেহ। শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্টে হবে শেষকৃত্য।
এর আগে বুধবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকাসহ ১৩ জন।
এক প্রত্যক্ষদর্শী জানান, আহত অবস্থায় পানি খেতে চেয়েছিলেন বিপিন রাওয়াত।
বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে সুলুর এয়ার বেজ থেকে বিপিন রাওয়াতসহ ১৪ জনকে নিয়ে উড্ডয়নের পর ১২টা ৮ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এম/আই-ওয়ান/সেভেন/ভি/ফাইভ হেলিকপ্টারটির।
এরপর নীলগিরি এলাকার জঙ্গলে বিধ্বস্ত অবস্থায় সামরিক হেলিকপ্টারটি দেখতে পান স্থানীয়রা। এসব তথ্য পার্লামেন্টে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ভারত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, এই ঘটনার কারণ খুঁজতে তিন বাহিনীর যৌথ তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। এছাড়া নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন করা হবে।
বিপিন রাওয়াতের প্রতি সম্মান জানাতে আজ পার্লামেন্টে বিক্ষোভ না করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল।
এদিকে জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তের ভিডিও প্রকাশ হয়েছে।
এতে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টারটিকে উড়তে দেখা গেছে।
যা কিছুক্ষণের মধ্যেই কুয়াশার মধ্যে হারিয়ে যায়।
এদিকে বিপিন রাওয়াতের মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করেছে উত্তরাখণ্ড রাজ্য।
২০২০ সালে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ পান জেনারেল বিপিন রাওয়াত।
এর আগে ২০১৬ সালের ১৭ ডিসেম্বর বিপিন রাওয়াতকে ২৭তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার।
ভারতের পত্রিকা আনন্দবাজারের সূত্রে জানা যায়, প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়তের কপ্টারের ১৪ জন সওয়ারির মধ্যে এক মাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং জীবিত রয়েছেন।
বেঙ্গালুরুর এয়ারফোর্স কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের এখনও ‘সঙ্কটজনক হলেও স্থিতিশীল’।
বৃহস্পতিবার সংসদে এ কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
রাজনাথ লোকসভায় বলেন, ‘গ্রুপ ক্যাপ্টেন বরুণ গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁর প্রাণ বাঁচানোর জন্য সর্বোত ভাবে চেষ্টা চলছে।’
বায়ুসেনার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, বরুণের শরীরের ৪৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে।
বুধবার তামিলনাডুর নীলগিরি পাহাড়ে এমআই-১৭ ভি-৫ কপ্টার দুর্ঘটনার পর মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয়েছিল বরুণকে।
প্রথমে তাঁকে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। তার পর স্থানান্তরিত করা হয় বেঙ্গালুরুতে।
গত অগস্টে সাহসিকতার জন্য শৌর্য চক্র সম্মাননা পেয়েছিলেন বরুণ। একটি ‘এয়ার শো’ চলাকালীন মাঝ আকাশে বরুণের তেজস যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছিল।
কিন্তু তিনি দক্ষতায় সঙ্গে নিরাপদ অবতরণে সক্ষম হয়েছিলেন।
উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা বরুণের বাবা কে পি সিংহ ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল।
তার কাকা অখিলেশ প্রতাপ সিংহ রাজ্যের প্রথম সারির কংগ্রেস নেতা এবং গাঁধী পরিবারের ঘনিষ্ঠ।
বরুণের আর এক কাকা দীনেশ প্রতাপ সিংহ বলেন, ‘আমরা প্রচণ্ড উৎকণ্ঠায় রয়েছি।
বায়ুসেনার পরবর্তী মেডিক্যাল বুলেটিনের অপেক্ষা করছি। আশা করছি, শেষ পর্যন্ত সব ঠিক হবে যাবে।’
দীনেশের পাশাপাশি এখন সেই আশায় গোটা দেশ।