বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৮০ ডলারের নিচে। যা গত দেড় মাসের মধ্যে সবচেয়ে কম।
যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের রিজার্ভ থেকে তেল বাজারে ছাড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
এক প্রতিবেদনে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি সংরক্ষণাগার থেকে গত বুধবার তেল বাজারে ছাড়ার পরই দেশটিতে তেলের দাম কমতে শুরু করে।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের মধ্যে জ্বালানী তেলের সরবরাহ নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দাম কমার ব্যাপারে।
তাদের আলোচনার পরই লাখ লাখ ব্যারেল তেল বাজারে আসে।
আগামী মাসে আরও দুই থেকে তিন কোটি ব্যারেল তেল বাজারে আসার ব্যাপারে আশা করছেন বিনিয়োগকারীরা।