চার জাতি ফুটবল টুর্নামেন্টের মঙ্গলবারের ম্যাচে ড্র করলেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ।
আর সেই লক্ষ্য পূরণ হলো না জামাল ভূঁইয়াদের। শ্রীলংকার বিপক্ষে ২-১ গোলে হেরে ভেস্তে গেল ফাইনালে ওঠার স্বপ্ন।
মঙ্গলবার রাত ৯টায় কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হয় বাংলাদেশ ফুটবল দল।
আর ড্রয়ের সমীকরণ নিয়ে মাঠে নেমেই প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে যায় জামাল ভূইয়ারা।
ভারি বর্ষণে রেসকোর্স মাঠ খেলার প্রায় অনুপুযুক্ত ছিল। তার ওপর দ্বিতীয় ম্যাচ হওয়ায় মাঠের অবস্থা যাচ্ছেতাই।
আর সেই মাঠেই শুরু থেকে বাংলাদেশের বিপক্ষে শুরুতে আক্রমণ করতে থাকে শ্রীলংকা। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে।
২৬ মিনিটে ওয়াসেক রাজ্জাক বক্সে জটলার মধ্যে প্লেসিং করেন। বলের গতি প্রকৃতি বুঝতে পারেননি গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
সেই সুযোগে বাংলাদেশের জালে বল জড়িয়ে যায়। অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিলেন তপু বর্মণ।
এক কথায় পায়ে ঠেলে দেন ম্যাচে ফেরার দারুণ সুযোগ।
জামাল ভূইয়ার কর্ণার থেকে বাংলাদেশের আক্রমণ লঙ্কান ডিফেন্ডার গোললাইন থেকে সেভ করতে গিয়ে হ্যান্ডবল করেন।
রেফারি পেনাল্টির পাশাপাশি লাল কার্ড দেখান। বাংলাদেশ দলের পেনাল্টি স্পেশালিস্ট তপু বর্মণের নেয়া পেনাল্টি শট পোস্টের অনেক উপর দিয়ে যায়।
১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দশ জন নিয়েই দ্বিতীয়ার্ধে লড়াই চালিয়ে যায় শ্রীলংকা। আর সেই সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশ।
৭৩ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান জুয়েল রানা।
কিন্তু শেষ দিকে সব স্বপ্ন ভেঙে খান খান করে দেয় একটি পেনাল্টি। বাংলাদেশের পক্ষে তপু বর্মণ সুযোগ মিস করলেও লঙ্কান ফুটবলার করেননি।
৮৯ মিনিটে শ্রীলঙ্কা থ্রো ইন পায়। সেই থ্রো ইন বাংলাদেশের বক্সে হ্যান্ডবল হয়।
রেফারি পেনাল্টির নির্দেশ দেন। বাংলাদেশের ফুটবলাররা প্রতিবাদ করলেও রেফারির সিদ্ধান্ত পরিবর্তন হয়নি
জিকোকে পরাস্ত করে ঠিকই সফল স্পটকিক থেকে গোল আদায় করে শ্রীলংকা।
রেফারির শেষ বাঁশিতে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।
মালদ্বীপকে বিদায় করে চারজাতি টুর্নামেন্টের ফাইনালে ওঠা সিশেলসের মুখোমুখি হবে শ্রীলংকা।
ম্যাচ হাইলাইটস দেখুন –