২০১৮ সালের মধ্যভাগে সর্বশেষ ক্যামেরায় দাঁড়িয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
এরপর একটানা তিন বছর অভিনয়ে অনুপস্থিত ছিলেন এই অভিনেতা।
সম্প্রতি অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছেন মাহফুজ। তবে নাটক নয়, সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমার নাম ‘অন্তরালে’।
সিনেমাটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আগামী বছর জানুয়ারির শেষভাগে এই ওয়েব সিনেমার শুটিং শুরু হবে।
কিছুদিন আগে অস্ট্রেলিয়া থেকে ফিরে এই ঘোষণা দেন মাহফুজ আহমেদ।
এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, আমি আসলে এতোদিন পর্যবেক্ষণ করেছি মিডিয়ার কাজ।
দীর্ঘ সময় ধরে একটু একটু করে চেষ্টা করে আজকের এই অবস্থানে এসেছি।
অভিনয়ের কারণেই এমনটি হয়েছে। যার পুরো কৃতিত্ব দর্শকের। আমি অপেক্ষা করছিলাম ভালো গল্পের।
গল্পে মুগ্ধতা না থাকলে অভিনয় করব না। এই ছবির গল্প আমাকে আকর্ষিত করেছে।
কয়েক মাস আগেই ছবিটিতে অভিনয়ের প্রস্তাব পাই।
পুরো গল্প পড়ে আমি অভিনয়ে সম্মতি দেই। আশা করছি ভালো কিছুই হবে।
এদিকে এই নাটকের শুটিংয়ের আগেই বিশেষ কয়েকটি কাজের ঘোষণা দেবেন মাহফুজ।