শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন।
পাকিস্তান ক্রিকেট দলের কর্মকর্তা আসের মালিককে জীবনসঙ্গী করেছেন তিনি।
বিয়ের খবর নিজের টুইটার একাউন্ডে শেয়ার করেছেন মালালা ইউসুফজাই।
বিয়ে আসরের কিছু ছবিও শেয়ার করেছেন।
এরপর ওই টুইট নিয়ে মিত্র প্রতিক্রিয়া চলছে ফেসবুক ও টুইটারে।
অনেকে মালালাকে নতুন জীবনে অভিনন্দন জানালেও কেউ কেউ তাকে নিয়ে ট্রল করছেন।
এই ট্রলের খোরাক মালালার আগের একটি মন্তব্য নিয়ে।
ভগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এই তরুণী বলেছিলেন, ‘মানুষ কেন বিয়ে করে’।
বিয়ের পর তার ওই মন্তব্য নিয়ে টুইটারে ঝড় চলছে।