ফেরির তেলের আস্তর পড়ে পানি দূষিত হওয়ায় গোসলের পর শরীরে চুলকানি দেখা দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের
দুর্ঘটনা কবলিত রো-রো ফেরি আমানত শাহ’র প্রায় ৩০ হাজার লিটারর তেল আর মবিল ভাসছে পদ্মার পানিতে। এতে করে দূষিত হচ্ছে পদ্মার পানি।
পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকাসহ আশপাশের পানির ওপর তেলের আস্তর পড়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সেই তেল ও মবিল স্থানীয়রা জ্বালানি হিসেবে সংগ্রহ করছে। রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করবে বলে তারা জানান।
নাজমা বেগম (৪৫) নামের এক নারী জানান, পানিতে ভেসে থাকা তেল সংগ্রহ করে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করবে তারা।
গত ৪/৫ দিন ধরে এই তেল তোলার কাজ করছেন তিনি ও তার তিন সন্তান।
অনেকের অভিযোগ, ফেরির তেলের আস্তর পড়ে পানি দূষিত হওয়ায় গোসলের পর তাদের শরীরে চুলকানি দেখা দিয়েছে। পানি দুর্গন্ধ হয়ে গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ স্বীকার করেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক (উদ্ধার) মো. ফজলুল রহমান।
তিনি জানালেন, প্রায় ৩০ হাজার লিটার তেল পদ্মায় ছড়িয়ে পড়ায় পানি দূষিত হতে পারে।
সেইসঙ্গে ফেরিতে থাকা নানা পণ্যসামগ্রী থাকায় পানিতে দুগন্ধ দেখা দেখা দিতে পারে।
এতে জলজপ্রাণী হুমকির মুখে রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।