মাদকবিরোধী অভিযানে ঢাকায় গাঁজা-ইয়াবাসহ ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫৯২ গ্রাম ৫২০ পুরিয়া হেরোইন, ১৯০২৪ পিস ইয়াবা, ২২ কেজি ৮৩৫ গ্রাম ৪৫ পুরিয়া গাঁজা ও ৩৮টি ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০৭টি মামলা করা হয়েছে।