গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা পার হবার সময় ট্রাক চাপায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মা মারুফা বেগম (৩০) মাগুরা জেলার কেশবপুর উপজেলার মিজানুর রহমানের স্ত্রী এবং ছেলে মাহিনের বয়স চার বছর।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিজানুর চাকরিসূত্রে পরিবারসহ গোবিন্দগঞ্জে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান মোটরসাইকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে সড়ক পার হচ্ছিলেন।
এসময় রংপুর থেকে গরু নিয়ে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। মা ও ছেলে ট্রাকে চাপা পড়লেও রক্ষা পান মিজানুর।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল বাশার বলেন, মা ও ছেলেকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের কাজ চলছে বলে জানান ওসি।