ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জি-২০ সম্মেলনে যোগ দিতে রোমে গেছেন এর সদস্যভুক্ত দেশের প্রধানরা। সম্মেলনের ফাঁকে অনেক বিশ্ব নেতার সঙ্গেই সাক্ষাৎ করেছেন মোদী।
তবে জো বাইডেনর সঙ্গে মোদীকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।
আনন্দঘন মুহূর্তে বন্ধুত্ব ও আস্থার মনোভাব প্রদর্শনও করেছেন দু’জনে। খবর এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাতের বেশ কয়েকটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন মোদী।
শেয়ার করা ছবিতে দেখা গেছে, জো বাইডেনকে জড়িয়ে ধরে হাঁটছেন ও আলাপচারিতা করছেন তিনি।
একে অপরের সঙ্গে দেখা করতে পেরে দুই নেতাকে অনেক হাসি-খুশি দেখা যায়।
অন্য আরেকটি ছবিতে দেখা যায় মোদী ম্যাক্রোঁর সঙ্গেও আলিঙ্গন করছেন। এছাড়া জাস্টিন ট্রুডো ও বরিস জনসনের সঙ্গে প্রাণবন্ত সাক্ষাতের ছবিও শেয়ার করেন মোদী।
পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
পোপের সঙ্গে একান্ত বৈঠক শেষে তাকে ভারতে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন মোদী। তাদের মধ্যে বৈঠকের নির্ধারিত সময় ২০ মিনিট থকলেও তা শেষ হয় এক ঘণ্টায়।
এর আগে ইতালি সফরে যান মোদী। জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য শুক্রবার (২৯ অক্টোবর) সকালে তিনি রোমে পৌঁছান।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ইতালির রাজধানী রোমে মহত্মা গান্ধীর স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান।
রোমে রওনা হওয়ার আগে মোদী বলেন, করোনা মহামারিতে ধসে পড়া বিশ্ব অর্থনীতির হাল ফেরানোর বিষয়টিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।
১২ বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী রোম সফরে গেলেন।
জি-২০ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী মোদী যুক্তরাজ্যের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ২৬-এ যোগ দেবেন।