দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফর্মে নেই এই ওপেনার।
তাই তাকে দলে রাখা নিয়ে ক’দিন ধরেই চলছিল সমালোচনা।
শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচের আগে দেশের কয়েকটি অনলাইন বিজনেস প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে লিটনের রান সংখ্যার ওপর পণ্যের দামে ডিসকাউন্ট ঘোষণা দেয়।
যা নিঃসন্দেহে ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে।
এই ঘটনায় চটেছেন লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা।
নিজের ফেসবুক পোস্টে তিনি এর প্রতিবাদ জানিয়েছেন।
সঞ্চিতা লিখেছেন, ‘ব্যাপারটা হলো, প্রতিবার কেউ ক্যাচ মিস করলে বা খারাপ স্কোর করলে সেটা আসল সমস্যা নয়।
কখনো কখনো সমস্যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বা তার নামের সাথে হয়! মানুষের উপহাস বা মিম তৈরি করা দেখে আমাদের খারাপ লাগে না।
কারণ আমরা ইতোমধ্যেই এটিতে অভ্যস্ত। কিন্তু যখন আমি দেখি যে, কিছু ব্যবসায়িক পেজ যারা তার (লিটন দাস) নাম ব্যবহার করে বা পরোক্ষভাবে তার খারাপ পারফরম্যান্সের জন্য প্রার্থনা করে তাদের ব্যবসা চালানোর চেষ্টা করছে; তখন আমি ভাষা হারিয়ে ফেলি!
একবার ভাবুন, মানুষ এত শয়তান এবং নিচু মানসিকতার কীভাবে হয়! আপনি প্রার্থনা করছেন একজন খেলোয়াড় যেন আপনার ব্যবসায়িক কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করুক!
ছি: ছি: কি লজ্জার ব্যাপার!’
বই বিক্রয়ের একটি পেজ ঘোষণা দেয়, আজ লিটন দাস যত রান করবে প্রকাশনী থেকে তত পারসেন্ট ছাড়।
শিক্ষাবিষয়ক একটি পেজ ঘোষণা দিয়েছে, আজকে লিটন দাস যত রান করবে আমাদের প্রতিষ্ঠানের কোর্সে তত পার্সেন্ট ছাড়!