আমেরিকায় স্থায়ী আবাস গড়া বাংলাদেশি তারকাদের মধ্যে অন্যতম এক সময়ের জনপ্রিয় মডেল মোনালিসা।
ক্যারিয়ারে জনপ্রিয়তা থাকা অবস্থাতেই তিনি মার্কিন মুল্লুকে পাড়ি জমান। বর্তমানে দেশটিতে তিনি চাকরি করছেন।
মাঝে মধ্যে বাংলাদেশে এসে কিছু বিজ্ঞাপন-নাটকে কাজও করেন। তবে করোনার কারণে গত দুই বছর দেশে আসেননি তিনি।
মোবাইলফোনে তিনি যুগান্তরকে জানিয়েছেন, ইচ্ছা থাকা সত্ত্বেও করোনার কারণে দেশে আসার কোনো সুযোগই মিলছে না।
তাই আবার কবে দেশে আসবেন তারও কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই দেশে আসবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে আজ তার জন্মদিন।
দেশে থাকলে দিনটি বিশেষভাবে উদযাপন করতেন বলে জানিয়েছেন মোনালিসা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে থাকলে জন্মদিনের আনন্দটা বেশি উপভোগ করা যায়।
খুব কাছের কিছু মানুষের সঙ্গে সুন্দর সময় কাটে। কিন্তু এখানে সবাই যার যার কাজে ব্যস্ত।
তারপরও কাছের যারা এখানে আছেন, তারা দিনটিকে উপভোগ্য করে তোলার চেষ্টা করেন, আমাকে আশীর্বাদ করেন, দোয়া করেন- এটা ভালোলাগার।’
সর্বশেষ দেশে গত বছর ঈদে হিমেল আশরাফের পরিচালনায় তাহসানের সঙ্গে ‘দেখা হবে’ নামে একটি নাটকে দেখা গেছে এ মডেল অভিনেত্রীকে।
আমেরিকায় সর্বশেষ নিউইয়র্ক ফ্যাশন উইকের রানওয়েতে হেঁটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।