এক তরুণীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট।
রোববার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী থেকে ফোনটি উদ্ধার করে সোমবার মালিকের কাছে হস্তান্তর করেন সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা।
পুলিশ জানিয়েছে, নাটোরের সিংড়া উপজেলার বুড়ি কদমা গ্রামের মিতু খাতুন (২২) নামের ওই তরুণী রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় থাকেন।
গত ১৬ সেপ্টেম্বর তিনি মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। এ ঘটনায় তিনি মহানগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
এর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা ফোনটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে।
ফোন ফিরে পেয়ে মিতু খাতুন আরএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।