সব দেশের ক্রিকেটাররা এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। দিন-রাতের ভাবনা একটাই— বিশ্বকাপে কীভাবে নিজেকে উজাড় করে দেওয়া যায়।
কিন্তু এ কী করলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি! ক্রিকেটে মনযোগী হওয়ার বদলে খুলে বসেছেন বিরিয়ানির দোকান!
নিজের ফেসবুক অ্যাকাউন্টে সে কথাই জানিয়েছেন। ছবিতে দেখা গেছে, বাবুর্চির সাজে দাঁড়িয়ে আছেন শামি। হাতে অবশ্য বিরিয়ানির জায়গায় থরে থরে সাজানো সাদা বল।
পেছনে ঝুলছে সাইনবোর্ড, তাতে লেখা ‘শামি বিরিয়ানি সেন্টার’। বাঁ পাশে লেখা রয়েছে দিনের সেরা খাবারের নামও।
নামগুলোও ক্রিকেটকেন্দ্রিক – ডট বল বিরিয়ানি, ইনসুইং ইয়র্কার, স্পিড বাউন্সার!
অবশ্য ছবিটি মূলত ফটোশপে বানানো। এর পরও শামির এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে। ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ভারতীয় এই পেসার।
এমন পোস্ট দেখে ভারতীয় নেটিজেনরা জানতে চাইছেন – শামি কি আসলেই বিরিয়ানির দোকান খুলে বসছেন?
এমন সত্যতা নিশ্চিত না করা গেলেও বুদ্ধিমানদের বুঝতে বাকি নেই যে, বাস্তবে কোনো বিরিয়ানির দোকান খোলেননি মোহাম্মদ শামি।
বুদ্ধিদীপ্ত ও সৃজনশীল উপালে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই বলেছেন শামি।
তিনি বোঝাতে চাইছেন, ডট বল বিরিয়ানি, ইনসুইং ইয়র্কার, স্পিড বাউন্সার – এগুলো তার একেকটি ডেলিভারি, যা ব্যাটারের জন্য পরিবেশন করবেন তিনি।
এসব রেসিপি দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চান তিনি।