মানুষ আপনার জীবনের কষ্টগুলো সম্পর্কে জানে না, আল্লাহ সব জানেন
তিনি জানেন আপনি সঠিক থাকা সত্বেও যখন মা বাবার সাথে তর্কে জড়ান না।
এমন কোনো কষ্ট নেই যা আল্লাহ বুঝেন না।
এমন কোনো সংগ্রাম নেই যা আল্লাহ জানেন না।
আমরা সবাই জীবন যুদ্ধে সংগ্রাম করছি আল্লাহ ছাড়া কেউ জানেন না।
এমন কোনো চোখের পানি নেই যা আল্লাহ মূল্য দেন না।
শুধু মনে রাখবেন, আল্লাহ সব জানেন এবং তিনিই পারেন সবাইকে সাহায্য করতে।
ফিসে আসুন আল্লাহর দিকে।
★#মানুষ_আপনার_জীবনের_কষ্টগুলো_সম্পর্কে জানে না। #আল্লাহ_সব_জানেন★তিনি জানেন আপনি সঠিক থাকা সত্বেও যখন মা বাবার সাথে তর্কে জড়ান না।★এমন কোনো কষ্ট নেই যা আল্লাহ বুঝেন না।★এমন কোনো সংগ্রাম নেই যা আল্লাহ জানেন না।★আমরা সবাই জীবন যুদ্ধে সংগ্রাম করছি আল্লাহ ছাড়া কেউ জানেন না।★এমন কোনো চোখের পানি নেই যা আল্লাহ মূল্য দেন না।★শুধু মনে রাখবেন, আল্লাহ সব জানেন এবং তিনিই পারেন সবাইকে সাহায্য করতে। #ফিসে_আসুন_আল্লাহর_দিকে।
Posted by MD Nazmul Hasan on Saturday, September 21, 2019